আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন। তবে একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবার উচ্চমাধ্যমিকে বসছে না প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী। ঠিক কী কারণ ?
প্রায় ৫৫ হাজার জন পড়ুয়ার পরীক্ষা না দেওয়ার পিছনে কারণ হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মাধ্যমিক পরীক্ষার পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায়। একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করে নেয় অনেকে। কিন্তু, পরে আবার অনেকেই ডিপ্লোমা করার দিকে চলে যায়। অনেকে বিভিন্ন চাকরিতে যোগ দেয়। তাই সেই ক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে মাত্র ১০ শতাংশ মতো 'ড্রপ আউট'। তবে এটাকে 'ড্রপ আউট' বলা ঠিক না। অনেকে অন্যদিকে পড়তে চলে যায়। অনেকে একবছর ড্রপ করে পরের বছর ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। সেই সংখ্যাটা খুবই সামান্য।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন