রত্না চট্টোপাধ্যায় একজন নাটকবাজ। বছরের পর বছর ধরে নাটক করে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করে এমনটাই দাবি করলেন তাঁর আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মক্কেলের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের দলেরই বিধায়ক রত্নার বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন কল্যাণ।
শোভনের পক্ষে তিনি আদালতে সওয়াল করে বলেন, "আমরা যে সমাজে বাস করি তা আমরা জানি। ভাইয়েদের সঙ্গে ভালো সম্পর্ক যেমন থাকে, খারাপ সম্পর্কও থাকে। ওনার অবৈধ সম্পর্ক আছে।" রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় নিম্ন আদালতের শুনানির উপর ৩ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।
রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না। সেই আবেদনের বিষয়ে শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। আগামী ২৮ ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশ দেবেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন