দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়। বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে তাঁর কনভয় দুর্ঘটনায় পড়ে বলে জানা গিয়েছে। তবে সৌরভ এবং তাঁর সঙ্গে যাঁরা ছিলেন কারওরই কোনও আঘাত লাগেনি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে ঘটনাটি ঘটে। সেই সময় বৃষ্টি হচ্ছিল। সৌরভের কনভয়ের সামনে একটি লরি ছিল। সেটি আচমকাই ব্রেক কষে। তাতে সৌরভের গাড়ির চালক সময় মতো ব্রেক কষলেও কনভয়ের পিছনে দু’টি গাড়ির মধ্যে সামান্য সংঘর্ষ হয়। দাদপুর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনায় সৌরভের গাড়ির কোনও ক্ষতি হয়নি। সৌরভও কোনও রকম চোট পাননি। কনভয়ের যে দু-টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, সে দু’টি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ি চালকেরা কোনও চোট পাননি। সকলেই সুস্থ ছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন