করোনা কাল থেকে মানুষের সেবা করে চলেছেন নিরন্তর। আর এভাবেই রিল লাইফ থেকে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন সোনু সুদ। দুর্গতদের পাশে দাঁড়িয়ে বার বার প্রচারের শিরনামে উঠে এসেছেন তিনি। কিন্তু এবার এই বলিউড অভিনেতার বিরুদ্ধেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে সোনুর বিরুদ্ধে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই ঘটনার সুত্রপাত লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা মামলা থেকে। আদালতে তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার লগ্নি করার লোভ দেখান। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়। লুধিয়ানার আদালত এই মামলাতেই অভিনেতাকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, সোনু সেই সমন এড়িয়ে গিয়ে কোর্টে হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই 'মসিহা'র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন লুধিয়ানার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর। আদালত মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে সোনুকে গ্রেপ্তার করে কোর্টে পেশ করার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন