ফের হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে। এমন খবর পাওয়া গিয়েছে হসপিটাল সূত্রে।
পেটে কোনও সমস্যার কারণে তাঁকে সকাল সাড়ে আটটা নাগাদ ভর্তি করা হয়েছিল। হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "সোনিয়া গান্ধির রুটিন চেক-আপ করা হচ্ছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া গান্ধির। সেই সময়ও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগও দিতে পারেননি। গত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এর আগে দু-বার কোভিডেও আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন