শিক্ষা থেকে পরিবহন, 'লক্ষ্মীর ভাণ্ডার' থেকে 'বাংলাশ্রী', সরকারি পরিষেবা থেকে বিশেষ দফতর, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার সাম্প্রতিককালে বেশকিছু পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগ স্কচ অ্যাওয়ার্ড পেয়ে মাঝেমধ্যেই শিরোনামে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করে সেই খবরও দিয়ে থাকেন। সেই পুরস্কার নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ সামনে এল। বুধবার বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ জানান হিরণ চট্টোপাধ্যায়।
বিজেপির বিধায়ক বলেন, প্রমাণ রয়েছে। তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না। হিরণের অভিযোগ, ১১ লক্ষ ২৬ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা দিয়ে রাজ্য ৪০টা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও অভিযোগ। হিরণ জানান, ২০২২-এর ২৫ মার্চ রেজিস্ট্রেশনের নামে টাকা ওই দিয়েছে রাজ্য।
আলোচনা চলাকালীন হিরণের বক্তব্য শুনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আপনি যে কথা বলছেন, তার স্বপক্ষে প্রমাণ দিন। নথি দিন। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও নথি দেওয়ার কথা বলেছেন। পরে বিধানসভার বাইরে বেরিয়ে হিরণ বলেন, "পুরো নথি আমার কাছে আছে। আমায় লিখিত দিক ওঁরা। তারপরে আমি নথি দেব।" নিজের অবস্থানে অনড় তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন