আরজি করে আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট সিবিআই দফতর থেকে আনিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ-সহ অন্য অভিযুক্তেরা। তাঁদের সেই সময় দেওয়া হবে। আজ, শুক্রবার এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিতে হবে সিবিআইকে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তি শুনানি।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ-সহ পাঁচ জনের নাম রয়েছে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে চার্জ গঠন প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সন্দীপেরা। সিঙ্গল বেঞ্চে পর পর দু-বার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলা যায় হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে। তাঁরা সিবিআইয়ের চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। জানান, অভিযুক্তদের প্রয়োজনীয় সময় দিতে হবে। এটা তাঁদের আইনি অধিকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন