হাই কোর্টে বড় ধাক্কা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বাড়ানো হবে না সময়সীমা, ৬ ফেব্রুয়ারির মধ্যেই চার্জগঠনে প্রক্রিয়া শুরু করতে হবে বলেই সাফ জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল শুরু হবে চার্জগঠনের প্রক্রিয়া। সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি মামলায় চার্জগঠনের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বলা হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করতে হবে নিম্ন আদালতে। তারপরই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবী বলেন, "আমাদের আশঙ্কা আগামী তিনদিনের মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিবিআইয়ের তরফে আমরা আগে কোনও নথি পাইনি। এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি আমরা দেখব কী করে?" বুধবার সেই আবেদন সরাসরি খারিজ করে দিলেন বিচারপতি। বলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে বিশেষ আদালতকে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করতেই হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন