এক দিনের ক্রিকেটে প্রায় ১১ হাজার রান করে ফেলেছেন তিনি। রয়েছে ৩২টি শতরান। সেই রোহিত শর্মা ছিলেন সমালোচনার কেন্দ্রে। ব্যাটে দীর্ঘ দিন রান ছিল না। শেষ ১০টি ইনিংসে করেছিলেন মাত্র ৭০ রান। কটকে সেই রোহিতই রানে ফিরেছেন। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। এই রান যে তাঁর খুব দরকার ছিল, তা স্বীকার করে নিয়েছেন রোহিত। পাশাপাশি খারাপ সময় কী ভাবে কাটিয়েছেন সে কথাও জানিয়েছেন ভারত অধিনায়ক।এত বছর ধরে ভারতের হয়ে খেলার সুবাদে রোহিত জানতেন, তাঁকে কী করতে হবে। কিন্তু মাঠে নেমে সেটা করতে পারছিলেন না তিনি। রোহিত বলেন, "যখন কেউ এত বছর ধরে খেলে এত রান করেছে, তার মানে সে ব্যাট করতে জানে। আমি জানতাম, কী ভাবে রান করতে পারব। সেটাই প্রতি ম্যাচে নেমে করতে চেয়েছি। শুধু ব্যাটে-বলে হচ্ছিল না। এই ম্যাচেও সেটাই করেছি। আলাদা কিছু নয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন