৬ উইকেটে হেরেছে তাঁর দল। যে ক্রিকেটার তাঁদের হারিয়েছেন, সেই বিরাট কোহলির ইনিংস নিয়ে বিস্মিত পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। কী ভাবে কোহলি ওই রকম ইনিংস খেললেন তা তিনি বুঝ উঠতে পারছেন না। সেই কারণেই হয়তো ঘোর কাটছে না রিজওয়ানের। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে কোহলিকে দিয়েই শুরু করলেন তিনি। সাংবাদিক বৈঠকে সাধারণত নিজের দলের শক্তি-দুর্বলতার কথা বলেন অধিনায়ক। ম্যাচের বিশ্লেষণ করেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রিজওয়ানকে কোনও প্রশ্ন করার আগেই তিনি বলে ওঠেন, "চলুন, কোহলিকে দিয়েই শুরু করি।" তার পরেই ভারতীয় ক্রিকেটারের প্রশংসা শুরু করেন রিজওয়ান। তিনি বলেন, "ওর কঠিন পরিশ্রম দেখে আমি বিস্মিত। ও নিশ্চয়ই খেলার আগে নেটে অনেক সময় কাটায়। গোটা বিশ্ব বলছে, ওর ফর্ম খারাপ। কিন্তু বড় ম্যাচে কোহলি বুঝিয়ে দেয়, ও কতটা বড় ক্রিকেটার।"
রিজওয়ান জানিয়েছেন, কোহলিকে আউট করার সব রকম চেষ্টা তাঁরা করেছিলেন। কিন্তু কিছুতেই তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন