ঋষভ পন্থকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় দলে। রবিবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এমনকী সোমবারও উইকেট কিপিংয়ের অনুশীলন করেননি। সামান্য খোঁড়াতেও দেখা যায়। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো? ঘটনার সূত্রপাত রবিবারের অনুশীলনে। পাশের নেটে ব্যাট করা হার্দিক পাণ্ডিয়ার জোরালো শট এসে আঘাত করে পন্থের পায়ে। প্যাড খুলে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। অনুমান, গাড়ি দুর্ঘটনায় যেখানে চোট লেগেছিল, এবারও হয়তো সেখানেই লেগেছে। যার ফল সোমবারের অনুশীলনেও দেখা যায়। উইকেটকিপিং বা ফিল্ডিং প্র্যাকটিস করেননি। ব্যাট হাতে অনুশীলনে নামলেও একেবারেই স্বচ্ছন্দে দেখায়নি তাঁকে। একাধিক বল মিস করেন। যদিও ভারতের প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা প্রায় নেই। তবুও পন্থের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন