আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় তদন্ত কতটা এগিয়েছে, সিবিআইকে আগামী সোমবারের মধ্যে তা জানাতে বলল শিয়ালদহ আদালত। তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চেয়ে আদালতে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। এবার সেই আবেদনের প্রেক্ষিতে এমন নির্দেশ আদালতের। গত বছরের ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ওই ঘটনার ৫ মাস ৯ দিন পরে, গত ২০ জানুয়ারি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই কোর্টে জানিয়েছিল, তারা এখনও তদন্ত চালাচ্ছে। এদিকে হাই কোর্টে সঞ্জয়ের ফাসির দাবি জানিয়ে আবেদন করেছে সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন