আরজি করে আর্থিক দুর্নীতির মামলা। বুধবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার এ কথা জানিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। মামলা থেকে অব্যাহতির জন্য মঙ্গলবার আদালতে আবেদন জানান সন্দীপ, বিপ্লব এবং আফসর। বুধবার চার্জ গঠন প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আবেদনেরও শুনানি রয়েছে। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে বলেছে। গত ২৮ জানুয়ারি হাই কোর্টে সিবিআই জানায়, বিচারপ্রক্রিয়ার জন্য অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে এবং রাজ্যের অনুমোদনও মিলেছে। সে কথা শুনেই হাই কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন