আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে মামলা কলকাতা হাই কোর্টেই ফেরাতে চান নির্যাতিতার বাবা-মা। সোমবার সেই মর্মেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাঁরা। নির্যাতিতার বাবা জানান, মামলাটি হাই কোর্টে ফেরানোর আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে।
কলকাতা হাই কোর্টে আগেই আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। তার পরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হল? গত শুনানিতে সেই প্রশ্নই তুলেছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য ছিল, একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার শুনানি দু’টি আদালতে চলতে পারে না! হয় সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে, নয়তো উচ্চ আদালতে।
প্রধান বিচারপতি নির্যাতিতার পরিবারের কাছে জানতে চেয়েছিলেন, তারা কী চায়? বিচারপতি খন্না জানান, সুপ্রিম কোর্টে না কি হাই কোর্টে মামলা চালাতে চায়, তা ঠিক করতে হবে নির্যাতিতার পরিবারকেই। সেই সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টকে অবগত করতে হবে তাদের। নির্যাতিতার পরিবারের বক্তব্যের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই নির্দেশের পরেই সোমবার সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানিয়ে আবেদন করেছে নির্যাতিতার পরিবার। আবেদনে জানিয়েছে, তারা চায় হাই কোর্টেই তদন্ত-মামলার শুনানি হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন