আরজি কর মামলায় বড় ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্ত করছে, রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। এমনটাই বলে দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, শিয়ালদহ কোর্ট সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা শোনালেও তা নিয়ে চাপানউতোর কম নয়। শুরু থেকেই ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য। শিয়ালদহ কোর্টের রায়ের পরেই খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যায় সিবিআই ও রাজ্য, পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে। কিন্তু, রাজ্যের এই মামলা করার এক্তিয়ার আছে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু, এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন