মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরাল ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ চেপে দেশে ফেরানো হল তাদের। গতকালই মোট ১০৪ জন অভিবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে সেই সেনাবাহিনীর বিমানটি। এদিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সংসদে সুর চড়াল বিরোধী শিবির। গোটা প্রক্রিয়াটিকে অমানবিক বলে মোদী সরকারকে আক্রমণ করেছে তারা। এমনকি, এই অমানবিক ঘটনার বিরুদ্ধে কোনও রকম প্রতিবাদ তো দূর একটা বাক্যেও কাটেনি কেন্দ্র সরকার, দাবি বিরোধীদের। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে গেল রাজ্যসভা ও লোকসভা। গত ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর প্রথম দিন থেকেই বিতর্ক যেন ঘিরে ধরেছে দেশের এই অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠানকে। রাষ্ট্রপতিকে অবমাননা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়িয়েছিল পদ্ম শিবির। এবার পাল্টা হামলা কংগ্রেসের। মোদীর 'বন্ধু' ট্রাম্পের অভিবাসীদের প্রত্যাপর্ণের ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেস। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভে কংগ্রেস। অভিযোগ, 'এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি, একটা রাও কাটেনি বিদেশমন্ত্রক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন