মহাকুম্ভে পুণ্যস্নান করে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রশংসা করলেন বঙ্গের তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এই প্রথম কোনও তৃণমূল সাংসদ প্রয়াগরাজে মহাকুম্ভে গেলেন। সরস্বতী পুজোর সময় প্রয়াগরাজের কুম্ভমেলায় যোগ দেন হুগলির তৃণমূল সাংসদ। কুম্ভমেলার পর মঙ্গলবার বারাণসী যান রচনা।
ত্রিবেণী সঙ্গমে স্নান করে তিনি অভিভূত। এর পাশাপাশি যোগী প্রশাসন মহাকুম্ভে আগতদের থাকা থেকে শুরু করে নিরাপত্তার যে ব্যবস্থা করেছে তাতেও অভিভূত হুগলির সাংসদ। তিনি বলেন, "কোটি কোটি মানুষের মধ্যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করেছি। অভিনেত্রী বা সাংসদ বলে আলাদা কোনও সুযোগ পাইনি। সকলের সঙ্গেই স্নান করেছি। "দুর্ঘটনার প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বলেন, "ওটা কেবল দুর্ঘটনা। তারপরও বহু মানুষ আসছেন। সাধারণ মানুষের থাকার জন্য সু-ব্যবস্থা আছে মেলায়। শৌচাগারের ব্যবস্থাও ভালো। নিরাপত্তার দায়িত্বে পুলিশ আছে। একটা শহরের মধ্যে ৩৫ কোটি মানুষ আসছেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন