ফের শিলাবৃষ্টি। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির পর ফের শনিবার শিলাবৃষ্টি। তাতেই দফারফা পূর্ব বর্ধমানের জামালপুর, রায়নার বিস্তীর্ণ এলাকার আলুচাষে। জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। শিলাবৃষ্টিতে থেঁতো হয়ে গিয়েছে আলু। অকালবৃষ্টির জেরে পচন ধরতে শুরু করেছে আলুতে। ক্ষেত থেকে আলু ঘরে ওঠার আগেই চরম ক্ষতির মুখে কৃষকরা।
গত শুক্র ও শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ আলু জমি। আলু তোলার আগেই ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়েছে শস্যের গোলা বলে পরিচিত পূর্ব বর্ধমানের আলুচাষিরা। ব্যাপক শিলাবৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাঠের মধ্যেই পচে যাচ্ছে আলু। তার জেরে চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর-সহ একাধিক ব্লকের আলুচাষিরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন