মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু দিনের সফরে প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেই সূত্রের খবর। সেই সফরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক সারবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করার কথা দুই রাষ্ট্রনেতার।
সূত্রের খবর আগামী ১২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা।
কয়েকদিন বাদেই প্যারিস সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু দিনের প্যারিস সফর শেষ করেই ওয়াশিংটনে পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন