দলে তিনিই যে সর্বেসর্বা সেই বিষয়টি ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নব্য-আদি দ্বন্দ্ব থেকে ক্যালেন্ডার বিভ্রাট। তৃণমূ্লের শেষ কথা কে বলবেন? এই নিয়ে দলের অন্দরে হামেশাই একটা প্রশ্নচিহ্নের উদয় হয়েছে। যে ছবি আজ দেখা গেল, তা যে একেবারেই নতুন নয়, স্পষ্ট করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের মধ্যে 'তিনিই যে শেষ কথা', তা আবার বিধানসভা বাজেট অধিবেশনের আগে বিধায়কদের নিয়ে বসা বৈঠক থেকে সাফ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বিধানসভায় আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আগামী বুধবার ছাব্বিশের নির্বাচনের আগে শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সরকার পক্ষ। আর সেই অধিবেশন শুরুর আগেই রণনীতি ঠিক করতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, দলের অন্দরে কোনও রদবদল প্রয়োজন কিনা। কিংবা ছাব্বিশের নির্বাচনের রণনীতিটাই বা কী হবে, সেই প্রসঙ্গেই আয়োজন হয়েছিল এদিনের বৈঠক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন