২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনের কথা মাথায় রেখে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করল পঞ্চায়েত দফতর। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই বড় অঙ্কের বরাদ্দের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কারণে নবান্নের এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাধারণত প্রতি বছর এই খাতে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হ। সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে একলপ্তে ৭৫০ থেকে ৮০০ কোটি টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এই বরাদ্দের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) অর্থায়নে নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ। কেন্দ্রীয় সরকারের পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তা তৈরির জন্য ৬০ শতাংশ টাকা কেন্দ্র দেয়, আর বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করে। তবে কেন্দ্রীয় সরকারের শর্ত অনুযায়ী, এই প্রকল্পে নির্মিত প্রতিটি রাস্তার শুরু ও শেষে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক বসাতে হয়। ফলে বছরের পর বছর এই ফলক থেকে যায়, যা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পাঁচ বছর বা তার বেশি সময় পেরিয়ে গেলে এই রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের স্পষ্ট কোনও নীতি নেই, ফলে এর দায়িত্ব রাজ্যের উপর বর্তায়। তাই ভোটের আগে রাজ্যের শাসকদল এই রাস্তাগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে জোর দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন