মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। দু'টি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ। সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল বলে অভিযোগ তুলেছিলেন অনেকে। যার ফলে অনেক পড়ুয়াই ৫ নম্বর ছেড়ে আসে বলে অভিযোগ। কিন্তু এবার সেই কথা মাথায় রেখেই মূল্যায়নের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সব পরীক্ষকদের ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দেওয়া হল। পাশাপাশি বলে দেওয়া হয়েছে, ওই দু'টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত অথবা ভুল নয়। যদিও বলা হয়েছে ওই দু'টি বিষয়কে মাথায় রেখে মূল্যায়ণ করতে। যদি পরীক্ষার্থীরা ওই দু'টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তার পদ্ধতি দেখা হবে। যদি পদ্ধতি সঠিক হয়, তাহলে নম্বর দেওয়া হবে। ফলে যে সমস্যার ভয় তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মনে, তা অনেকটাই কমবে মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন