ফের বিতর্কে জড়ালেন মদন মিত্র। এবার আইপ্যাককে সরাসরি নিশানা করেছেন তিনি। কামারহাটির বিধায়কের দাবি, টাকা তুলেছে আইপ্যাক। তৃণমূল স্বচ্ছ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালিমা নেই।
সোমবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক কিছু অভিযোগ করেন তিনি। বলেন,"সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে, তা প্যাকওয়ালাদের জন্য।" মদনের আরও সংযোজন, "প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে সুযোগসন্ধানী একদল এল, মন্ত্রীর কাছে গিয়ে বলত, আমি ওমুক প্যাক থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে." তিনি আরও বলেন, “কোনও প্যাক ছাড়াই আমরা উপনির্বাচনগুলো জিতেছি, মিটিং মিছিল করেছি।"
টাকার বিনিময়ে তৃণমূলের টিকিট বিক্রির অভিযোগও করেছেন মদন। তবে এখানেও তিনি আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন। মদনের কথায়, "এসব কথা শুনছি। এসব আমাদের দলে আইপ্যাকই শুরু করেছিল। ২০২১-এর আগে এসব শুরু হয়েছিল। টাকা নিয়েও নমিনেশন দেওয়া হয়নি। লোককে কাঁদতে দেখেছি।" তাঁর আক্ষেপ, "কিন্তু কিছু করা যাবে না কারণ ক্যাশে লেনদেন হয়েছে।" নির্বাচনী সমীক্ষা সংস্থা আইপ্যাককে খোঁচা মেরে মদনের দাবি, "ওরা কিছু লোকের নামে রেকমেন্ডেশন করে চলে গিয়েছে। ভোটে লড়াই করেছে আমাদের ছেলেরা। আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্য়াক আপ।" পরিশেষে তাঁর সংযোজন, "দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বচ্ছতা একই জিনিস। হংস পাখায় কখনও দাগ লাগে না।" মদন-বাণ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, "মদন মিত্র সিনিয়র নেতা। তিনি যেটা বলেছেন সেটা আরও সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন