মহাকুম্ভে পুণ্যস্নান করে পাপ ধুচ্ছেন সকলে। কিন্তু পাপ কি আদৌ ধুচ্ছে? বরং সেখানে গিয়েও আরও পাপ করছেন অনেকে। মহাকুম্ভে স্নান করতে আসা মহিলাদের আপত্তিকর ছবি, ভিডিয়ো তুলে ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে উত্তর প্রদেশ পুলিশ দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে খবর পাওয়া গিয়েছে। সম্প্রতিই উত্তর প্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের নজরে আসে, কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে মহিলাদের স্নানের ও পোশাক বদলের ছবি আপলোড করা হচ্ছে। এরপরই তা খতিয়ে দেখা যায়, কুম্ভস্নানের একাধিক ছবি ও ভিডিয়োও রয়েছে তাতে। মহিলাদের সম্মানহানিকর এই ভিডিয়োগুলি দেখতে পেয়েই পদক্ষেপ করে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের শীর্ষকর্তা প্রশান্ত কুমারের নির্দেশে কোতওয়ালি কুম্ভ মেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। আইনি পদক্ষেপও শুরু হয়েছে। বেশ কিছু ইন্সটাগ্রাম প্রোফাইল চিহ্নিত করা হয়েছে, যেখানে মহিলাদের স্নানের গোপন ভিডিয়ো আপলোড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন