আবারও অসুস্থ 'কালীঘাটের কাকু'। জেল হাসপাতালে ভর্তি নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। আজ, বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। যা নিয়ে বেশ ক্ষুব্ধ তদন্তকারী সংস্থা। বুধবার 'কালীঘাটের কাকু' কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল সিবিআইয়ের। আজ সশরীরে কাকুকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু পঞ্চমবারও ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে পারল না সিবিআই। এদিনও আদালতে গরহাজির রইলেন সুজয়। বদলে জেল থেকে জানানো হল, তিনি এখনও অসুস্থ। আদালতে আসার মতো অবস্থায় নেই। জেল থেকে পাঠানো হয়েছে কাকুর মেডিক্যাল রিপোর্ট। বলা হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে 'কালীঘাটের কাকু'। সঙ্গে রয়েছে সর্দিকাশি। ভয়েস স্যাম্পল নেওয়ার দিনে বারবার আদালতে হাজিরা এড়ানোয় সুজয়কৃষ্ণ ভদ্রের উপর ক্ষুব্ধ সিবিআই। আদালতে তদন্তকারীদের জোর সওয়াল, তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের দাবি, কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সুজয়কে জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সিবিআই অফিসারকে অনুমতি দেওয়া হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন