টেস্টে প্রথম পছন্দ তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে এখনই জাতীয় দলে নিয়মিত খেলা হচ্ছে না ঋষভ পন্থের। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর কোচ গম্ভীর স্পষ্ট করে বলে দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কে এল রাহুলই। ২০২৩ বিশ্বকাপের আগে থেকেই ওয়ানডে দলে নিয়মিত রাহুল। বিশ্বকাপে খারাপ খেলেননি। তবে বিশ্বকাপের পর থেকে সেভাবে রান পাননি। এমনকী শ্রীলঙ্কা সিরিজে একটা ম্যাচে তাঁকে বসানোও হয়েছিল। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে কমবেশি সব ভারতীয় ব্যাটারই রান পেয়েছেন। তুলনায় প্রথম দুই ম্যাচে সেভাবে সুযোগ পাননি রাহুল। তাঁকে নামানো হয়েছে ৬ নম্বরে। তৃতীয় ওয়ানডে পছন্দের পাঁচ নম্বরে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। গোটা সিরিজে ব্যাটারদের মধ্যে একমাত্র তিনিই একটাও হাফসেঞ্চুরি পাননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন