সুপ্রিম কোর্টে শুনানি ফের পিছোল প্রাথমিক ২০২২ সালের নিয়োগ মামলা। আগামী ২ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সোমবার বিচারপতি পি সি নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলার শুনানি ছিল। এই নিয়োগ প্রক্রিয়া বর্তমান স্ট্যাটাস কী, তা প্রাথমিক পর্ষদকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ আদালতের। ১১ হাজার ৭৫৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল। এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৩ পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু বাকি ২ হাজার ৮০০টি শূন্যপদ রয়েছে। ওই পদে কারা যোগ্য, তা নিয়ে শুনানি ছিল সোমবার। এদিনের শুনানিতে আদালত জানতে চায়, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে। তা হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে। একইসঙ্গে মামলার আবেদনকারীদের তিনটি শ্রেণিতে পৃথকীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন