বেআইনি নির্মাণ ভাঙা প্রসঙ্গে কড়া কলকাতা হাইকোর্ট। নারকেলডাঙা থানা এলাকায় পাঁচতলা বেআইনি বাড়ি ভাঙার জন্য একাধিকবার নির্দেশ দিয়েছে আদালত। কাজ না হওয়ায়, কলকাতা পুরনিগমের উপর ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার শুনানিতে সোমবার তিনি স্পষ্ট বলে দেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে ওই বেআইনি বাড়ি খালি করে ভাঙতে হবে। তা না-হলে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামিয়ে বাড়ি ভাঙা হবে।
এই বিষয়ে পুরনিগমের আইনজীবী অলোক কুমার ঘোষ জানান, পুলিশ দখলদারদের সরাতে পারছে না। বাসিন্দাদেরও পুরোপুরি সরানো যায়নি। একটা তলা খালি করা গেলেও বাকি তলায় থাকা বাসিন্দাদের অন্যত্র সরানো যায়নি। হয়ে গেলে ভাঙার কাজ করা হবে। এই বক্তব্য শুনে বিচারপতি সিনহা বলেন, "রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রের পুলিশের সহযোগিতা নিতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন