ভারত-পাকিস্তান ম্যাচ। এমন ম্যাচে লুকিয়ে প্রেমিকাকে নিয়ে আসবেন। আর কারও নজরে পড়বে না! তা কী হয়। হার্দিক পান্ডিয়ার নতুন সম্পর্কের কথা আরও একবার সামনে চলে এল।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার তিনি। হার্দিক পান্ডিয়ার ডিভোর্স হয়েছে, এক বছরও হয়নি। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি! ভারত-পাকিস্তান মেগা ম্যাচে দেখা গেল হার্দিকের চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে। হার্দিকের সঙ্গে গত কয়েক মাসে বেশ কয়েকবার তাঁকে দেখা গিয়েছে। ফলে জল্পনা বাড়ছে। জেসমিনকে স্ট্যান্ডে দেখা গেল এদিন। তার পর সমর্থকদের মধ্যে হইচই পড়ে যায়। প্রশ্ন উঠেছে, হার্দিকের প্রেমের গল্প আবার শুরু হয়েছে কিনা তা নিয়ে।
প্রসঙ্গত, এর আগে হার্দিক পান্ডিয়া ৩১ মে ২০২০-তে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন। কিন্তু তিন বছর পর দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। নাতাশা ২০২৪ সালের T20 বিশ্বকাপ পর্যন্ত হার্দিকের থেকে নিজেকে এতটাই দূরে সরিয়ে রেখেছিলেন যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁকে অভিনন্দনও জানাননি। একটা সময় ছিল যখন নাতাশাকে স্টেডিয়ামে হার্দিককে চিয়ার করতে দেখা গিয়েছিল। কিন্তু গত বছর দুজনেই তাদের চার বছরের সম্পর্কের ইতি টানেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন