শেষ পর্যন্ত আলিমুদ্দিনের হস্তক্ষেপে জট কাটল উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমে। আজ, বুধবার সিপিএম রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হলেন সিপিআইএম নেতা পলাশ দাস। বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের প্রস্তাবে নতুন জেলা কমিটির সদস্যরা সমর্থন জানান। সর্বসম্মতিতেই আজ পলাশ দাশকে উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক করা হয়েছে।
জেলা সম্মেলন পর্বে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক নির্বাচন করতে ব্যর্থ হয় সিপিআইএম। এমনকি, ভোটাভুটিতে হেরে যান বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের 'সদ্য প্রাক্তন' সম্পাদক মৃণাল চক্রবর্তী গত রবিবার ভোটাভুটিতে মাত্র চার ভোটে পরাজিত হন। একইসঙ্গে, ৭৪ জনের জেলা কমিটিতে নিজের জায়গা করে নেন মধ্যমগ্রামের সনত বিশ্বাস। কিন্তু সেদিনও জেলা সম্পাদক নির্বাচন করা হয়নি। পলাশ দাশকে নতুন জেলা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচন করে আজ আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক নির্বাচনের জন্য বৈঠক রাখা হয়েছিল।
সাড়ে তিনটের কিছুক্ষণ পর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আভাস রায়চৌধুরী, শমিক লাহিড়ী, কল্লোল মজুমদার, নিরাপদ সরকার-সহ রাজ্যের নেতারা বৈঠকে বসেন ।বিকেল চারটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নতুন সদস্য নিয়ে বৈঠক শুরু হয়। উপস্থিত ছিলেন বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীও। সূত্রের দাবি, সেই বৈঠকেই বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় নতুন জেলা সম্পাদক হিসেবে পলাশ দাসের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে উপস্থিত জেলা কমিটির সদস্যরা সর্বসম্মতি জানান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন