তৃণমূলের সর্ব স্তরের নেতাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠকে বসার ডাক দিলেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হবে, তাঁদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হবে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বৈঠকের পরে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে। পাশাপাশি, ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন দলের সর্বোচ্চ নেত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন