ডিভোর্স হয়ে গেল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার। সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিভোর্সের পর ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে চাহাল লেখেন, ঈশ্বর নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এর পরেই ধনশ্রীর ইনস্টাগ্রামে বার্তা, ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ভালো হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল।
সূত্রের খবর, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী। সেই কথা আদালতে জানান তাঁরা। ডিভোর্সের কারণ হিসাবে জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাঁদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তাঁরা। সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবারেই। বিকেল সাড়ে চারটে নাগাদ বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন