প্রায় ২ বছর আগে তাঁর অফিস, কারখানা এবং বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। উদ্ধার হয় প্রায় ৯ কোটি টাকা। সে সময় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে বিড়ি ব্যবসায়ী জাকিরের অফিস এবং কারখানায় হানা দেন সিজিএসটি আধিকারিকেরা। অভিযোগ পণ্য ও পরিষেবা কর ফাঁকি। মঙ্গলবার রাত ২টোর কিছু পরে বেশ কিছু নথি নিয়ে বিধায়কের অফিস ছাড়ে কেন্দ্রীয় তদন্তকারী দল। মুর্শিদাবাদ তৃণমূল জেলা নেতৃত্ব বলছেন, কেন্দ্রের শাসকদলের ষড়যন্ত্রে এই অভিযান হয়েছে। কিন্তু জাকিরের গলায় ভিন্ন সুর।
সিজিএসটি-র হানা নিয়ে বুধবার সকালে জাকির জানান, তিনি তদন্তে সহযোগিতা করেছেন। কেন্দ্রীয় আধিকারিকদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আচমকা হানায় ব্যবসায়িক ভাবে তাঁর ক্ষতি হয়েছে জানিয়েও বিধায়ক বলেন, "কেন্দ্রের প্রতি আস্থা আছে।"
মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ জাকিরের ঔরঙ্গাবাদের প্রোডাকশন হাউসের অফিসে হানা দেন জিএসটি বিভাগের আট জন আধিকারিক। অফিস চত্বর ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পরে সেখান থেকে বিধায়কের আরও দু-টি অফিসে অভিযান চালায় তদন্তকারী দল। নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক অফিসকর্মীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন