সীমান্তে উসকানি দিচ্ছে বাংলাদেশ! এর ফলে বাড়ছে অশান্তি! এমন পরিস্থিতিতে জাতীয় সুরক্ষায় আরও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল নবান্ন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিপূর্বে নদিয়া সীমান্তে জমি দিয়েছে রাজ্য। এর পাশাপাশি এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক নতুন বিল মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়। জানা গিয়েছে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার আগের বৈঠকে আলোচনা হয়। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরে জমিও দেয় রাজ্য। এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায় জমি দেওয়া হল। জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০.০৫ একর, মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর। বিএসএফের আউটপোস্ট তৈরি ও বেড়া দেওয়ার জন্যে এই জমি ব্যবহার হবে বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন