দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামি লিগ সরকারের। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের মূর্তি, বাড়ি ভেঙেছে কট্টরপন্থীরা। 'জয় বাংলা' স্লোগানকে কার্যত নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুস প্রশাসন। ঢাকায় এবং জেলায় জেলায় আওয়ামি নেতাদের মারধর, গ্রেপ্তার করা হয়েছে, বাড়ি-সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাঁদের। এমনটাই অভিযোগ। এই অবস্থায় অতি বড় হাসিনাপন্থীও যা ভাবতে পারেননি, তেমনটা ঘটে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে। সেখানে বড় জয় পেলেন আওয়ামিপন্থী আইনজীবীরা। পিছনে ফেলে দিলেন বিএনপি-জামাতপন্থীদের।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি, সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ৩টে অবধি জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ৮ টা নাগাদ ভোট গণনা শেষে জানা যায়, বিএনপি-জামাতপন্থীদের পিছনে ফেলে বেশি আসনে জয়ী হয়েছেন আওয়ামিপন্থীরা। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে পাঁচজন জয়ী হন, শুধু বিএনপিপন্থী প্যানেল থেকে দুজন এবং আওয়ামি লিগ প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ৩টি প্যানেল এবং একজন নির্দল প্রার্থী-সহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে আওয়ামি লিগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদে জয়লাভ করেছে বলে খবর৷
আওয়ামি প্যানেলের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মিসেস আঞ্জুমান আরা, সহ-সভাপতি আল: মো: সোহরাব আলি (২), অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজি, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান (নিতু) এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদি হাসান (শাওন) ও মো: জাহাঙ্গির আলম বিজয়ী হয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন