তিহাড় জেল থেকে কয়েক মাস আগেই ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে। পার্টি অফিসে পুরনো মেজাজে বৈঠকও করছেন দলীয় কর্মীদের নিয়ে। কিন্তু বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রতর। বীরভূমের তৃণমূল সভাপতির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, গরু পাচার মামলায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ও ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, শুধুমাত্র অনুব্রতর একার নয়, তাঁর আত্মীয়দের কয়েকটি অ্যাকাউন্ট ও তাঁর সহযোগী সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গরু পাচার মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়ে গেলেও, তদন্ত এখনও চলছে। ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। প্রথমে আসানসোল জেলে ও পরে ইডি-র মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে থেকেছেন তিনি। তাঁর মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করা হয়েছিল। গত বছর সেপ্টম্বর মাসে জামিন পান অনুব্রত। নতুন করে রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন