আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। মাসখানেক সেই গুঞ্জনও চলল বহাল তবিয়তে। ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে সেই সময়। যদিও এখন সেই ফতিমা ম্যাজিকও এবার ফ্যাকাসে! নতুন বছরের শুরুতেই এবার জব্বর খবর এল। আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! কে সেই পাত্রী? কৌতূহল অস্বাভাবিক নয়।
বলিউড মাধ্যম সূত্রে খবর, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন এবার মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সি অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!
প্রসঙ্গত, বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন