মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালেন নিকি প্রসাদেরা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করে ৮২ রান। জবাবে ১১.২ ওভারে ১ উইকেটে ৮৪ ভারতের। এই নিয়ে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল ভারত।
ম্যাচে প্রথম থেকেই ফেভারিট হিসেবে নেমেছিল ভারতীয় মহিলা দল। গোটা প্রতিযোগিতায় যে দাপটের সঙ্গে খেলেছে নিকি প্রসাদের নেতৃত্বাধীন দল, ফাইনালেও তা বজায় রাখে। প্রথমে ব্যাটিং করে ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ মিকি ভ্যান ব্রুস্ট ২৩ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে পারে দক্ষিণ আফ্রিকা
ভারতীয় দলের সকল বোলাররা এদিন ছন্দে ছিলেন। দলগত পারফরম্যান্সেই প্রোটিয়াদের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দেয় ভারতীয় বোলাররা। গঙ্গোরি তৃষা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া, আয়ূশী শুকলা ও বৈষ্ণবী শর্মা। এছাড়া একটা উইকেট শিকার করেন শবনম সাকিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন