পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর বিতর্ক এখনও কাটেনি। এমন আবিহে ফের দুর্ঘটনা মহাকুম্ভে। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। তার মধ্যে রয়েছে দুই কিশোরও। জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। উল্লেখ্য, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল।
হট এয়ার বেলুনের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন