পরীক্ষায় টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে পুরো পরীক্ষাই বাতিল হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এমনই কড়া বার্তা দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর সঙ্গে পরীক্ষাকে আঁটসাঁট করতে মঙ্গলবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সংসদ। টুকলি করলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই নিয়েছে সর্বভারতীয় বোর্ড সিবিএসই। 'পরীক্ষার হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে।' এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা নির্দেশিকায় পরীক্ষা বাতিলের এই বার্তা দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে ভন্ডুল করতে একাংশ প্রশ্ন ফাঁসে যুক্ত থাকে। একটি চক্র এ ব্যাপারে সক্রিয়। গত বছর পরীক্ষা ফাঁসের সঙ্গে যুক্ত একটি চক্রকে পাকড়াও করে প্রশ্ন। এবছর প্রশ্নফাঁস রুখতে বেশ কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সংসদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন