স্কুলছুট নিয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রক একটি রিপোর্ট সামনে এসেছে। তাতে বাংলার শিক্ষাক্ষেত্রে বড় সাফল্যকে স্বীকার করা হয়েছে। কেন্দ্রের তৈরি রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। অর্থাৎ, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকে স্কুলছুট নেই হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরলে এই শিক্ষাবর্ষে স্কুলছুটের হার শূন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন