উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমেই মালদহে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মালদহে গিয়েছিলেন মমতা। মঙ্গলবার ইংরেজবাজারে পরিষেবা প্রদান সভায় যোগ দিলেন তিনি। এই সভা একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরজি কর থেকে লক্ষ্মীর ভাণ্ডার, একাধিক বিষয়ে এদিন আলোকপাত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মালদহের মঞ্চ থেকে ফের আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার ঘরের টাকা, দেয়না। তাও ১২ লক্ষ পরিবারের কাছে টাকা দিয়েছি। আরও ১৬ লক্ষ পরিবারকে দেওয়া হবে। বাড়ি নিয়ে সমীক্ষা হয়েছে। আগামী দেড় বছরে বাড়ি হবে নিশ্চিত থাকুন। আমরা যা বলি তাই করি।’’উত্তরোত্তর আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা জানালেন, "যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। মা বোনেদের এটা ভান্ডার। এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়তে দিন। মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন