উদ্বেগ বাড়িয়ে এবার ভারতে সন্ধান মিলল HMPV (হিউম্যান মেটা নিউমো ভাইরাস) আক্রান্তের খোঁজ। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন এক আট মাসের শিশুর শরীরে ধরা পড়েছে ওই ভাইরাস। তবে ভাইরাসের কোন স্ট্রেন ধরা পড়েছে, তা এখনও জানা স্পষ্ট নয়। চিনে ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। বহু মানুষ আক্রান্ত সংক্রামক এই ভাইরাসে। তবে ভারতে ভাইরাসের খোঁজ মেলায় নতুন করে বেড়েছে উদ্বেগ। করোনা পরিস্থিতি দেখতে হবে না তো আবার? সতর্ক হল রাজ্য স্বাস্থ্য দফতরও।
ভারতে আপাতত খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যকেও কেন্দ্রের তরফ থেকে কোনও অ্যাডভাইজরি দেওয়া হয়নি। ফলে আপাতত নজরদারিই চালাতে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরকে। কোনও লিখিত অ্যাডভাইজরি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দফতরও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন