অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বাধ্য হয়ে বহু বছর পরে রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তাঁর প্রত্যাবর্তনের ইনিংস স্থায়ী হল মাত্র ১৫ বল। ৬ রানে বোল্ড হলেন কোহলি। ছিটকে গেল তাঁর অফ স্টাম্প। কোহলির ব্যাটিং দেখার জন্য দিল্লির মাঠে এসেছিলেন বিরাট সংখ্যক দর্শক। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ তাঁর ইনিংস। কোহলি আউট হতেই অনেকেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ। ভোর থেকে লাইন দিয়ে মাঠে ঢুকেছিলেন প্রচুর দর্শক। বিনামূল্যে কোহলিকে দেখার সুযোগ পেয়েছিলেন তাঁরা। সেই সুযোগ ছাড়তে চাননি কেউ। কোহলি রঞ্জি খেলায়, প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই বেড়ে গিয়েছিল। সকলের আগ্রহ ছিল এই ম্যাচ নিয়ে। প্রথম দিন ফিল্ডিং করে দিল্লি। ফলে কোহলির ব্যাটিং দেখা যায়নি। শুক্রবার সকালে যশ ঢুল আউট হতেই মাঠে নামেন তিনি। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ তাঁর রঞ্জি প্রত্যাবর্তনের ইনিংস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন