প্রায় আড়াই বছর বন্ধ থাকার পরে ফের চালু হচ্ছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল। শিক্ষক, শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছিল। ২০২৫ থেকেই ওই পোর্টাল চালু করে দেওয়া হল। তবে সব ধরনের বদলিতে এখনই সায় দেয়নি রাজ্য সরকার। চালু করা হয়েছে কেবল পারস্পরিক বদলি (মিউচুয়াল ট্রান্সফার)। সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলি বন্ধই থাকছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। তার পর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দফতর থেকে।
রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছিল ২০২১ সালে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই রাজ্যের যে কোনও প্রান্তে বদলির আবেদন করতে পারেন সরকারি কর্মীরা। দু-জন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় পারস্পরিক বদলি। এই বদলির ফলে কর্মীদের ইচ্ছাও পূরণ হয়, আবার সরকারি প্রতিষ্ঠানে কোনও আসনও খালি হয় না। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আপাতত শুধু এই ধরনের বদলিই করা যাবে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে।
কোনও প্রার্থী সাধারণ ভাবে কর্মস্থান বদলের আবেদন জানালে বা বিশেষ কোনও কারণে (শারীরিক, বৈবাহিক বা অন্য কোনও কারণ) বদলি চাইলে তাঁর বর্তমান প্রতিষ্ঠানে আসন ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুই বদলি আপাতত বন্ধই থাকছে। স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও একই নির্দেশিকা জারি করেছে গত ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকেই উৎসশ্রী পোর্টাল পারস্পরিক বদলির জন্য চালু হয়ে গিয়েছে। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা পোর্টালের মাধ্যমে বদলির আবেদন কার্যকর করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন