আজ সকাল থেকে রোদ নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, অপেক্ষা করছে পশ্চিমী ঝঞ্ঝা, তাও আবার একটা নয়, দুটো। আর তাতেই এই সব শীতের অনুভূতি বরবাদ হবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, একদিনে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ১৭.৪ ডিগ্রিতে। ঠান্ডা কমল জেলাতেও। ১৪ ডিগ্রিতে ঠেকেছে বাঁকুড়ার পারদ। আগামী তিন-চার দিনে আরও কমবে ঠান্ডা। সেই ঠান্ডা ২৯-৩০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ প্রায় গরমের অনুভূতি ফিরে আসবে, ফ্যানও চালাতে হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে কমে যাবে ঠান্ডা। আর সেইদিনের অপেক্ষা আর খুব বেশি নয়। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার-রবিবারেই তাপমাত্রা বেড়ে যাবে অনেকটা।
শীত কয়েকদিনের মতো উধাও হয়ে গেলেও আর কি ফিরবে? সেই উত্তর এখনও স্পষ্ট নয় আবহাওয়াবিদদের কাছে। ঝঞ্ঝা কাটতে কাটতে ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন পেরিয়ে যাবে। তারপর আর ঠান্ডা ফিরবে কি না, তা বোঝা যাচ্ছে না। তবে শীত পড়লেও খুব বেশি কাঁটা ফোটাবে না আর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন