মেয়ের ধর্ষণ-খুনের ন্যায়বিচার চেয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সিবিআইয়ের তদন্তে আস্থা রাখতে পারছেন না তিলোত্তমার বাবা-মা। সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে, তার ধরন নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে। এই তদন্ত যথাযোগ্য নয় বলে মনে করছেন তাঁরা। এই নিয়ে ইতিমধ্যে আদালতেরও দ্বারস্থ হয়েছেন। এবার তিলোত্তমার বাবা জানিয়ে দিলেন, সিবিআইয়ের জন্যই তাঁদের সমস্যা দিনদিন বাড়ছে। তিলোত্তমাকাণ্ডে দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু, তিলোত্তমার বাবা-মার অভিযোগ, সঞ্জয় রায় একা নয়, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত। এই নিয়েই সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা। বুধবার তিলোত্তমার বাবা বলেন, "একটা কথা বলতে হচ্ছি, সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিল। এখন আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে। এজন্য আমাদের সমস্যা দিনদিন বাড়ছে। আশা করছি, হাইকোর্টে মামলায় চাপ সৃষ্টি করে সিবিআইকে দিয়ে কাজ করাতে পারব।" কিছুটা হতাশা প্রকাশ করে তিনি বলেন, "সিবিআই আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এটাই দুর্ভাগ্যজনক।"
তিলোত্তমার বাবা-মাকে নিয়ে শাসকদলের একের পর এক নেতা মন্তব্য করে যাচ্ছেন। এই নিয়ে তিলোত্তমার বাবা বলেন, "এসব নিয়ে আমি কিছু মন্তব্য করতে বিরক্ত হচ্ছি। প্রথম দিন থেকেই রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করছে। এই ধরনের মন্তব্য আশা করি না। কিন্তু, সহ্য করতে হচ্ছে। রায়ের কপি না পড়েই অনেকে খারাপ মন্তব্য করছেন। কোথাও থেকে হয়তো নির্দেশ রয়েছে, তাই বলছেন। রায়ের কপি পড়লে এমন মন্তব্য করতেন না।" গত বছরের ৯ অগস্ট তিলোত্তমার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ৫ দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পায় সিবিআই। শাসকদলের অভিযোগ তিলোত্তমার বাবা-মা সিবিআই তদন্ত চেয়েছিলেন? এই নিয়ে তিলোত্তমার বাবা বলেন, "কেন্দ্রীয় সংস্থাকে আমরা আনিনি। আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলাম। এবং হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়েছিলাম। হাইকোর্ট ভাল বুঝেছে, সিবিআইকে তদন্তভার দিয়েছে। এখন CBI ঠিকমতো কাজ না করলে কোর্টকে তার জবাব দিতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন