শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার তিন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। তিন জনের মধ্যে দু-জন নাবালিকা রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
শিয়ালদহ জিআরপি সূত্রে খবর, এ দিন সকালে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে দুই নাবালিকাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তিনি টিকিট দেখাতে চাইলেও দেখাতে পারেননি তাঁরা।এর পরই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলায় আরপিএফ-এ খবর দেন টিকিট পরীক্ষক।
আরপিএফ এসে পরিচয়পত্র এবং নথি দেখতে চাইলে কিছুই দেখাতে পারেননি ওই তিন জন। তাঁদের কাছে পাসপোর্টও ছিল না। শুধু মায়ানমারের পরিচয়পত্র মিলেছে। এর পরই আরপিএফ-এর পক্ষ থেকে শিয়ালদহ জিআরপি থানায় খবর দেওয়া হয়। জিআরপি থানার পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে৷জিজ্ঞাসাবাদে ধৃত মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান নামে ওই ব্যক্তি জানান, দুই নাবালিকার সঙ্গে গেদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। কুড়ি হাজার টাকার বিনিময়ে ভারতে ঢোকেন তাঁরা। এর পর গেদে থেকে লোকাল ট্রেন ধরে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছন তাঁরা। উদ্দেশ্য ছিল শিয়ালদহ থেকে ট্রেন ধরে দিল্লি যাওয়ার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন