স্কুল সিলেবাসে এবার পোকসো আইন। চলতি শিক্ষাবর্ষ থেকেই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হল পোকসো আইন। কোন অপরাধে কী শাস্তির কথা বলা আছে? তা বলা হয়েছে পাঠ্যবইয়ে। কবিতার মাধ্যমে উল্লেখ করা হল পকসো আইনের বিভিন্ন অংশ। অষ্টম শ্রেণির পাঠক্রমে চলতি শিক্ষাবর্ষ থেকেই তা অন্তর্ভুক্ত করা হল। পোকসো আইনের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকেই গুড টাচ ব্যাড টাচ আরও বড় ভাবে সিলেবাসে নিয়ে আসা হল। শুধু পোকসো নয়, স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। ঠিক কী কী বিষয় পড়ুয়াদের পড়তে হবে?সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হয়? কীভাবে তা এড়ানো যায়? অশ্লীল কন্টেন্ট যাতে কেউ তৈরি করতে না পারে তার জন্য কীভাবে সতর্ক হতে হবে? এ বিষয়েও জানতে হবে পড়ুয়াদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন