রাজ্য সরকারের 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের বিরুদ্ধে জনস্বার্থ মামলা এদিন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এই প্রকল্পের সুবিধা অনেকেই পান না বলে দাবি করেছিলেন মামলাকারী। তাঁর বক্তব্য ছিল, ভোটে ফয়দা তোলার স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। বাস্তবে এর কোনও কার্যকারিতা নেই। বেশির ভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজে লাগে না বলেও জানিয়েছিলেন মামলাকারী।'স্বাস্থ্যসাথী' নিয়ে সেই জনস্বার্থ মামলা বৃহস্পতিবার খারিজ করেছে আদালত।'স্বাস্থ্যসাথী' নিয়ে একটি সংস্থা হাই কোর্টে মামলাটি দায়ের করেছিল ২০২১ সালে। তাদের হয়ে সওয়াল করেন চিকিৎসক কুণাল সাহা। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনের লাভের অঙ্ক মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এতে পরিবারপিছু স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা বিমার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সুবিধা বেশির ভাগ মানুষই পান না। বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় রোগীদের। অনেক ক্ষেত্রে প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে 'স্বাস্থ্যসাথী' সংক্রান্ত সেই মামলাটি শুনানির জন্য ওঠে বৃহস্পতিবার। মামলাকারীর আইনজীবী ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন